ব্রেকিং নিউজঃ সপ্তম ব্যালন ডি অর জিতলেন লিওনেল মেসি

PicsArt 11 26 06.07.15

স্প্যানিশ লিগেরও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির। এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড (৫০), এক মৌসুমে ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলের (৭৩) রেকর্ড, এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ড (৫১), এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ড (২৫) লিওনেল মেসির।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

লা লিগায় সর্বোচ্চ গোল সহায়তা বা অ্যাসিস্টের রেকর্ডও মেসির নামের পাশে লেখা হয়েছে। মেসি একই সঙ্গে প্লেমেকার এবং গোলদাতার ভূমিকায় অনন্য। গোল করানো এবং আক্রমণ সাজানো এই দুই ভূমিকাতেই নেতৃত্ব দেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির গোল এরই মধ্যে ৬০০ পেরিয়ে গেছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শৈশবেই লিওনেল মেসির প্রতিভার কথা আলোচিত হচ্ছিল। কিশোর মেসির ফুটবল ইউরোপের অনেক ক্লাবকে আকৃষ্ট করলেও অনেকে পিছিয়ে যেত। কারণ মেসি শৈশবে গ্রোথ হরমোন সমস্যায় ভুগছিলেন। এর চিকিৎসা ছিল ব্যয়বহুল। কিন্তু ১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনা তাদের যুব একাডেমিতে নিয়ে আসে। যুব একাডেমির তখনকার পরিচালক মেসিকে ট্রায়ালে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, হাতের কাছে কোনো কাগজ না পেয়ে নিজের রুমালে চুক্তিপত্র লিখে ফেলেছিলেন বলে একটা কথা প্রচলিত আছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

লিও মেসি 7 th ব্যালন ডিয়র
জিতে গেছেন তা নিশ্চিত করেছেন
ফ্রান্সের বিশ্বস্ত সাংবাদিক Matte Moretto

https://twitter.com/FootballlForAll/status/1464193662313807872?t=3UuiyWjjOplOO7DC0Uui_A&s=19

You May Also Like