ইতালির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দেখেনিন সময়সূচি

inCollage 20211125 180843943
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালি ইউরো কাপ হাতে তুলতেই ঘটে গেছে একের পর এক ইতিহাস। বদলেছে তথ্যের পরিসংখ্যান। চলুন দেখে নেওয়া যাক কয়েকটি তথ্য। ২০২১ এর আগে ১৯৬৮ সালে শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ান হয়েছিল ইতালি। ফলে ৫৩ বছর পর দ্বিতীয়বার ইউরো কাপের খেতাব জিতে নিজেদের প্রমাণ করল আজ্জুরিরা। সবমিলিয়ে ইতালি মোট দুই বার ইউরো খেতাব জিতেছে। সমপরিমাণ ইউরো খেতাব জিতেছে ফ্রান্স। ফরাসিরা ইউরো কাপ জিতেছে ১৯৮৪ ও ২০০০ সালে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সবচেয়ে বেশিবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও স্পেন। তারা তিনবার করে ইউরো কাপ ঘরে নিয়ে গিয়েছে। ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে ইউরোপ সেরা হয়েছিল চার বারের বিশ্বজয়ী জার্মানি। অন্যদিকে স্পেন প্রথমবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় ১৯৬৪ সালে। ২০০৮ ও ২০১২ সালে আরও দু’বার একই খেতাব জেতে স্পেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

একটা শিরোপার জন্য কত অপেক্ষা। একেকটা টুর্নামেন্ট যায়, কিন্তু অপেক্ষা ফুরোয় না। না আর্জেন্টিনার, না লিওনেল মেসির। অবশেষে সব মিলে গেল এক বিন্দুতে। সেটাও মহারণে জিতে। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকেই হারানোর কঠিন চ্যালেঞ্জ জিতে ২৮ বছরের অপেক্ষার অবসান হলো আর্জেন্টিনার। আনহেল দি মারিয়ার গোলে কোপা আমেরিকার শিরোপা জিতল লিওনেল স্কালোনির দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং উয়েফা ইউরো চ্যাম্পিয়নের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা জানা গিয়েছিল আরও আগেই। ইউরোর কিছুদিন পরই জানা গিয়েছিল কনমেবল এবং উয়েফা রাজি হয়েছে একটি ম্যাচ আয়োজনের জন্য।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে ম্যাচটি যে অনুষ্ঠিত হবে সেটা জানা গেলেও ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে সেটা জানা ছিল না। এবার জানা গেল সেটাও। ম্যাচটি হবে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি মাঠে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ইংল্যান্ডে আগামী ২০২২ সালের জুন মাসে মুখোমুখি হবে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন। তবে একই মাসে আরও একটি ইউরোপিয়ান দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ম্যাচটি কোন দলের বিপক্ষে হবে সেটা এখনও পরিষ্কার নয়।

You May Also Like