প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ

inCollage 20211118 195257555

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিরাট মাইলফলকের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই মাইলফলক গড়তে মাহমুদুল্লাহ রিয়াদের প্রয়োজন আর মাত্র ৬০ রান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ১৯৪০ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার হাফ সেঞ্চুরি রয়েছে ৬ টি। এ ম্যাচে ৬০ রান করতে পারলে বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান ক্লাবে নাম লেখাবেন মাহমুদউল্লাহ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও মাহমুদউল্লাহর। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৯৪ ম্যাচের ৯৩ ইনিংসে ১৮৯৪ রান করেছেন সাকিব। তৃতীয়স্থানে তামিম ইকবাল। ৭৪ ম্যাচের ৭৪ ইনিংসে ১৭০১ রান করেছেন তামিম।

You May Also Like