বাংলাদেশ ক্রিকেট টিমকে করা হুশিয়ারি দিলেন শেখ হাসিনা

inCollage 20211117 202454544 compress39

দুঃস্বপ্নের এক বিশ্বকাপ আসর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাজে পারফরম্যান্সে ভক্তদের রোষানলে পড়েছে টাইগাররা। কিন্তু আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিশ্বকাপের হতাশাজনক খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা দেখে আপনারা এত হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট খেলেছন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক নয়। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, একটুতেই হতাশ, একটুতেই উৎফুল্ল। মাঝে-মধ্যে ধৈর্য ধরে থাকেন। আগামীতে আরও ভালো করবে তারা।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়লেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্কটল্যান্ডের কাছে হেরে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়। এরপর ওমান ও পাপুয়ানিউ গিনিকে হারিয়ে কোনরকমে প্রথম পর্ব পার করে সুপার টুয়েলভের টিকিট পায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ পর্বে খুলতে পারেনি জয়ের খাতা। টানা ৫ ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত হতে হয় বাংলাদেশকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, ফলাফল যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। তবে এজন্য আমি আমাদের ছেলে-পেলেদের নিয়ে কখনো হতাশা প্রকাশ করি না। আমি বলি আরও ভালো খেলো। আরও প্র্যাকটিস করো।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

‘একে তো করোনার জন্য তারা ঠিকমতো প্র্যাকটিস করতে পারেনি, এর মধ্যে যে বিশ্বকাপে খেলেছে, কয়েকটি দেশকে হারাতে পেরেছে এটাই বড়। আমি চাচ্ছি তাদের কীভাবে আরও বেশি জয়ী করানো যায়।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর করেন। সফরকালে তিনি কপ-২৬ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দফতরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।
প্রায় দুই সপ্তাহের সফর শেষে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওই সফর নিয়েই আজকের এ সংবাদ সম্মেলন।

You May Also Like