ব্যাট হাতে মাঠে নেমেই জ্বলে উঠলেন সৌম্য সরকার

inCollage 20211116 202636911

ব্যাট হাতে সৌম্য সরকারের সময়টা ভালো যাচ্ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর জাতীয় দলে জায়গা হারানোর শঙ্কাও জেগেছিল। তবে সৌম্য ফের রানের ধারায় ফিরলেন জাতীয় ক্রিকেট লিগ দিয়ে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পাকিস্তান সিরিজের দলে সৌম্য থাকবেন কি না তা এখনও অনিশ্চিত, কারণ ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের দল ঘোষণা হয়নি এখনও। এই ফাঁকে সৌম্য অংশ নিচ্ছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আর এই রাউন্ডে খুলনার হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। সাভারে সিলেট বিভাগকে ১৩২ রানে অলআউট করে লিডও পেয়েছে খুলনা। যদিও ব্যাট হাতে দলের বেশিরভাগ সদস্য ছিলেন ম্লান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

খুলনার এই মলিন পারফরম্যান্সের মধ্যেও হেসেছে সৌম্যর ব্যাট। চার নম্বরে খেলতে নেমে ৮৭ বলের মোকাবেলায় ৫৭ রান করেন তিনি। সাজঘরে ফেরার আগে হাঁকিয়েছেন সাতটি চার।
তবে ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। বিজয় ১০ বলে ৪, ইমরুল ১০ বলে ৬ ও মিঠুন ২ বলে কোনো রান না করেই ধরেছেন সাজঘরের পথ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সিলেটের ১৩২ রানের জবাবে এই প্রতিবেদন লেখার সময় খুলনা বিভাগের সংগ্রহ ১৫৫ রান, ৭ উইকেট হারিয়ে। দলটির লিড ২৩ রান। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা নাহিদুল ইসলাম ১০৩ বলে ৬৩ রান করে অপরাজিত রয়েছেন। তার সাথে ক্রিজে লড়ছেন মাসুম খান টুটুল।

You May Also Like