ব্রেকিং নিউজঃ এশিয়া কাপের সময়সূচীতে পরিবর্তন, দেখেনিন নতুন সূচি

aw

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পরবর্তী আসর। সূচি ঠিক থাকলেও টুর্নামেন্টের চূড়ান্ত তারিখ স্পষ্ট হয়নি। অনুষ্ঠানটি মূলত জুলাইয়ের জন্য নির্ধারিত ছিল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে সে সময় শ্রীলংকায় বৃষ্টির মৌসুম হওয়ায় ঠিকভাবে আসরটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জাগে। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর সমাধান বের করে নতুন সময় ঠিক করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টি-২০ সংস্করণের এশিয়া কাপ হবে সেপ্টেম্বরে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগামী টি-২০ বিশ্বকাপের আগে আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী বাংলাদেশের ১৪ টি-২০ ম্যাচ খেলার কথা। বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় বাংলাদেশের টি-২০ ম্যাচ খেলার সংখ্যাও বাড়বে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এবার পরপর দুই বছর হবে এশিয়া কাপের আসর। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ আয়োজন করতে চায় এসিসি। ২০২৩ সালে মাঝামাঝিতে হতে পারে ৫০ ওভারের এশিয়া কাপ।

You May Also Like