সাকিবকে পিছনে ফেলে যে রেকর্ড গড়লেন রশিদ খান

689

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল সাকিব আল হাসান এবং রশিদ খানের মধ্যে একটি “বিড়াল-ইঁদুর দৌড়”। টি-টোয়েন্টি ক্রিকেটে কার 400 উইকেট? শেষ

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পর্যন্ত রশিদ খান দৌড়ে জিতেছেন।

৭ নভেম্বর আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সব ধরনের টি-টোয়েন্টিতে রশিদের উইকেট ছিল ৩৯৯টি।

কিউই ইনিংসের সপ্তম ওভারে আক্রমণে এসে উইকেট পাননি ঠিকই। তবে ইতিহাস গড়তে খুব একটা সময় নেননি রশিদ। ইনিংসের নবম ওভার ও নিজের দ্বিতীয় ওভারের ঘটনা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ওই ওভারের পঞ্চম বলে দারুণ এক গুগলিতে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে বোল্ড করে রশিদ বনে যান ইতিহাসের অংশ। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেটের ক্লাবে ঢুকলেন আফগান লেগি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৫৩ উইকেট নিয়ে সবার ওপরে আছেন ডোয়াইন ব্রাভো। দ্বিতীয় স্থানে থাকা সুনিল নারাইন নিয়েছেন ৪২৫ উইকেট। আর ৪২০ উইকেট নিয়ে তৃতীয় স্থানটি ইমরান তাহিরের। আর যাকে রেসে হারিয়ে রশিদ ৪০০ উইকেট নিলেন, সেই সাকিবের উইকেট সংখ্যা ৩৯৮টি।

You May Also Like