নতুন আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিং প্রকাশ,দেখেনিন বাংলাদেশের অবস্থান

593

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হেরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচেই স্কটল্যান্ড-এর বিপক্ষে হারের কারণে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়ে টাইগাররা। এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মূল পর্বের প্রথম ম্যাচেই আবার শ্রীলঙ্কার বিপক্ষে হারে বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলংকা। উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

২৭৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ভারতে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে গেছে পাকিস্তান। ২৬৫ রেটিং পয়েন্ট তাদের। ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৫০। অস্ট্রেলিয়ার ২৪৩ এবং আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৫।

You May Also Like