ম্যাচ জয়ের পর নামিবিয়ার ড্রেসিং রুমে গিয়ে যে কান্ড করলো পাকিস্তান

inCollage 20211103 142828279

চার ম্যাচে চার জয়-পাকিস্তানের জয়রথ ছুটছে। নিশ্চিত হয়ে গেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও। তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, এবার মাঠের বাইরের আচরণে কোটি কোটি ক্রিকেটভক্তের মন জিতলেন বাবর আজমরা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চার ম্যাচে চার জয়-পাকিস্তানের জয়রথ ছুটছে। নিশ্চিত হয়ে গেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও। তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, এবার মাঠের বাইরের আচরণে কোটি কোটি ক্রিকেটভক্তের মন জিতলেন বাবর আজমরা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আবুধাবিতে গতকাল নামিবিয়াকে ৪৫ হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। দুর্দান্ত জয়ের পর প্রতিপক্ষ হলেও নামিবিয়াকে অভিনন্দন জানাতে তাদের ড্রেসিংরুমে চলে যায় গোটা পাকিস্তান দল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ হাফিজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিমরা পিসিবির এক কর্মকর্তাসহ নামিবিয়ার ড্রেসিংরুমে যান। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ওঠা নামিবিয়া দলকে উদ্দেশ্য করে এরপর পিসিবির ওই কর্তা বলেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য তোমাদের অভিনন্দন। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলছো।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলা ডেভিড উইজে এবার নামিবিয়ার জার্সি গায়ে খেলছেন দুর্দান্ত। ছয় ম্যাচে ৬১.৬৬ গড়ে ১৮৫ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। উইজকে অভিনন্দন জানিয়ে তাকে আলিঙ্গন করেন পিসিবির ওই কর্মকর্তা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এরপরে পাকিস্তানি খেলোয়াড়রাও নামিবিয়ার খেলোয়াড়দের সঙ্গে কোলাকুলি করেন এবং খোশগল্পে মেতে ওঠেন। নামিবিয়ার ড্রেসিংরুমে তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। যা সাড়া ফেলে দিয়েছে কোটি ক্রিকেটভক্তের মাঝে।

You May Also Like