
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মোটেও সুবিধা করতে পারছে না। এতে তীব্র সমালোচনা হচ্ছে দলের সিনিয়র সদস্যদের পারফরম্যান্স নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় লিটন দাসের পারফরম্যান্স।





ডানহাতি এই ওপেনার রানের দিক থেকে ফর্মে নেই। পাঁচটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পেয়েছেন, তবে দলকে জেতাতে পারেননি।
ডানহাতি এই ওপেনার রানের দিক থেকে ফর্মে নেই। পাঁচটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পেয়েছেন, তবে দলকে জেতাতে পারেননি।





এই ম্যাচের আগে লিটনকে নিয়ে কিছু প্রতিষ্ঠান ব্যবসায়িক উদ্দেশে ‘অফার’ চালু করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন যত রান করবেন; পোশাক, খাবার, বই ও ইলেকট্রনিক পণ্য ক্রয়ে পাওয়া যাবে তত ভাগডিসকাউন্ট বা মূল্যছাড়- এমন অফারের পোস্টগুলো দ্রুত ভাইরাল হতে থাকে ফেসবুকে। সৃষ্টি হয় হাস্যরসের।





LD Sonchita
The thing is,it’s not the actual problem every time if someone miss the catch or scores poor..Sometimes the problem is only and only with the particular person or his name! It was fine for us to see people mocking or making memes,as we’re already used to it.But,when I realised there’s some business pages who’s trying to run their business by using his name or indirectly praying for his poor performance,I’ve lost my words.Imagine being this much evil and rotten minded person,so you’re praying a player should scores poor in match,for your business strategy! Shame !!!





বিষয়টি মেনে নিতে পারছেন না লিটনের স্ত্রী সঞ্চিতা দাস। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এমন মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি।
ফেসবুকে নিজের প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে লিটন-পত্নী লিখেছেন, ‘কেউ রান করতে না পারলে বা ক্যাচ হাতছাড়া করলে সমস্যা হয় বিষয়টি এমন নয়। সমস্যাটা নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে বা তাদের নামে। মানুষ ঠাট্টা করছে বা কৌতুক বানাচ্ছে এটাতে আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ আমরা এতে অভ্যস্ত।’





তিনি আরও লিখেছেন, ‘যখন দেখলাম তার (লিটন) নাম ব্যবহার করে কেউ কেউ তাদের ব্যবসায়িক ফায়দা লুটতে চাইছে বা পরোক্ষভাবে তার বাজে পারফরম্যান্স কামনা করছে, আমি ভাষাহীন হয়ে পড়লাম। ভেবে দেখুন, এত অশুভ এবং বিকৃত মনের মানুষ, যে কি না নিজের ব্যবসায়িক কৌশলের জন্য বাজে পারফরম্যান্সের প্রার্থনা করছে! লজ্জা!’