ভারত বনাম নিউজিল্যান্ড: মাঠে নামার আগেই বড় ধাক্কা

486

মঙ্গলবার শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ছোট ফরম্যাটের আন্তর্জাতিক ওপেনার গাপটিল। হ্যারিস রউফের বলে ১৬ রানে আউট হওয়ার আগে গাপটিল তার বুড়ো আঙুলে চোট পান। এ কারণে তাকে অনিশ্চিত মনে করা হচ্ছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

নিউজিল্যান্ডের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। মঙ্গলবার পাকিস্তানের কাছে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। এ বার তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মার্টিন গাপ্তিল ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়লেন। এর আগে চোটের কারণে ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ শর্ট ফরম্যাটের আন্তর্জাতিক ওপেনার গাপ্তিল মঙ্গলবার শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পান। হ্যারিস রউফের বলে ১৭ রানে আউট হওয়ার ঠিক আগে পায়ের বুড়ো আঙুলে চোট পান গাপ্তিল। যে কারণে তিনি ভারতের বিরুদ্ধে অনিশ্চিত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছনিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড ম্যাচ শেষে গাপ্তিলের চোট প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখব, গোটা রাতে বিষয়টি কী দাঁড়ায়। ম্যাচের শেষে ওর একটু সমস্যা হচ্ছিল। ২৪-৪৮ ঘণ্টা দেখতে হবে, ও কী রকম থাকে।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এর আগে কাফ মাসেলে টিয়ার হওয়ার কারণে লকি ফার্গুসন বিশ্বকাপের দল থেকেই ছিটকে গিয়েছে। এ বার চোটের কবলে পড়লেন গাপ্তিল। একে পাকিস্তানের কাছে হারতে হয়েছে। তার উপর ভারতের বিরুদ্ধে নামার আগে চোট সমস্যায় জেরবার নিউজিল্যান্ড।মঙ্গলবার টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

You May Also Like