নতুন ভিডিও নিয়ে আবারও ভাইরাল ‘মুঝে মারো খ্যাত’ সেই শাকিব (ভিডিও)

inCollage 20211025 200222454

এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে। ভারতের লজ্জার দিনে জ্বলে উঠলেন বাবর আজমরা। যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের দিশাহীন করে দিলেন তাঁরা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে হারিয়ে যে ধাক্কা খেয়েছিল ভারত, গোটা ম্যাচে তা থেকে বার হতেই পারলেন না কোহলীরা। এদিকে রোববারের ম্যাচের আগে থেকেই আলোচনায় আসেন সেই পাকিস্তান সমর্থক মোমিন শাকিব।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পাক-ভারত ম্যাচ উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রামে শাকিব বলেছিলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আপনি তৈরি তো? দুটোই তো ম্যাচ আছে। একটা পাকিস্তান-ভারত, অন্যটা আমির খানের লাগান ছবির। পাকিস্তানের জন্য এই ম্যাচটি জেতা খুব জরুরি।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

নিজ দলের এমন দাপুটে জয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছেন মোমিন শাকিব। বিরাট কোহলিদের নাকানিচুবানি খাইয়ে পাকিস্তানের এই জয়কে ভারতে ওপর রীতিমতো জুলুম হিসেবে মন্তব্য করেছেন তিনি।ম্যাচের পর ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাতের রাস্তায় শাকিবকে ঘিরে ধরেছে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। এমন জয়ে তার অনুভূতি জানতে চাচ্ছেন তারা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

জবাবে পাকিস্তান দলের এই পাড়ভক্ত বলেন, ‘দেখুন, আজ আমি এসব গণমাধ্যমের সহায়তায় পাকিস্তানের এই জয়ে আমাদের পাকিস্তান নাগরিকদের শুভেচ্ছা জানাতে চাই। আমাদের দলে অসাধারণ ফোকাস ছিল, কি অসাধারণ নিবেদন ছিল তাদের খেলার প্রতি। কোনো দলের বিপক্ষে এভাবে কেউ এক তরফা জিতে? এ কেমন নিষ্ঠুরতা ভারতের সঙ্গে? এটা তো জুলুম হয়ে গেল বন্ধুরা! আমার কিছু বুঝে আসছে না। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি।’

You May Also Like