লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের জন্য যে প্রতিভাবান ব্যাটার নির্বাচন করে দিল ইএসপিএনের ধারাভাষ্যকার

resize 16351051251494020052p16

এই টুর্নামেন্টের পর লিটন আর দলে সুযোগ পাবে না। তার বদলে দলে সুবর্ণ সুযোগ পেতে পারেন অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর হোসেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

লিটনের জায়গায় তার মতো খেলোয়াড় সুযোগ পাওয়া উচিত। আকবর একজন বড় মাপের খেলোয়াড়।
বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ নিয়ে ইএসপিএনের এক ধারাভাষ্যকার এসব কথা বলেন। শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচেও হতাশাজনক নৈপুণ্য প্রদর্শন করেন লিটন। গুরুত্বপূর্ণ সময়ে দুটো ক্যাচ মিস করে শ্রীলংকার জয়ে ‘ভূমিকা’ রাখেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ওই দুটো ক্যাচের অন্তত একটি লুফে নিতে পারলে বদলে যেতে পারত ওই ম্যাচের গতিপথ।ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১৩তম ওভারে আফিফ হোসেনের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন রাজাপক্ষ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ফিল্ডার লিটন ক্যাচটি লুফে নিতে পারেননি। এরপর ১৫তম ওভারে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন রাজাপক্ষ। কিন্ত এবারও ক্যাচটি নিতে পারেননি ফিল্ডার লিটন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।ব্যাট হাতে ১৬ বলে মাত্র ১৬ রান করে সাজঘরে ফেরেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এবারের বিশ্বকাপের ৫ ম্যাচে মাত্র ৫৭ রান করেন। তার সর্বোচ্চ রান পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। ওই ম্যাচে তিনি ২৯ রান করেন। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ রান, স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫ রান, ওমানের বিরুদ্ধে ৬ রান করে সাজঘরে ফেরেন।

You May Also Like