টি ২০ তে নতুন এক রেকর্ড করলেন মাহমুদুল্লাহ রিয়াদ

resize 1634836750735673086kktr

বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নাঈম শেখের উইকেট হারায় বাংলাদেশ।
কাবুয়া মোরের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ আউট হয়ে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন নাঈম শেখ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে সাকিব আল হাসান এবং লিটন দাস গড়ে তোলেন ৫০ রানের পার্টনারশিপ। ২৩ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। এই দিন ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি মুশফিকুর রহিম। দলীয় ৭২ রানের মাথায় মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে আজও হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। দলীয় ১০২ রানের মাথায় ৩৭ বলে তিনটি ছক্কার সাহায্যে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
তবে অন্য প্রান্ত থেকে এবারের আসরে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

২৭ বলে তিনটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পাপুয়া নিউগিনি একাদশ : আসাদ ভালা (অধিনায়ক), লেগা সাইকা, চার্লস আমিনি, সিমন আত্রাই, সেসে ভাউ, হিরি হিরি, নরমান ভানাও, কিপলিন দরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, কাবুয়া মোরে, ডামিন রাভু।

You May Also Like