জেনে নিন পাপুয়া নিউগিনির সাথে কত রানে জিতলে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত

resize 16347382271996532060hy

একটা ম্যাচ হেরেই সব এলোমেলো! টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘মূল মঞ্চ’ সুপার টুয়েলভে খেলতে পারবে তো বাংলাদেশ?

সংশয়ের সঙ্গে প্রশ্নের দানা বাঁধতে থাকে। বিদায়ের শঙ্কাও তো চোখ রাঙাচ্ছিল। ওমানের কাছে হারলেই যে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জায় ডুবতে হবে। সব মিলিয়ে চাপের বোঝা মাথায় নিয়ে নামা বাঁচা-মরার লড়াইয়ে উতরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। ওমানকে ২৬ রানের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব ভাল ভাবে টিকে থাকলো মাহমুদউল্লাহরা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ইতোমধ্যে গ্রুপ ‘বি’ থেকে টানা দুই ম্যাচ জিতে মূল পর্বের খুব কাছাকাছি চলে গিয়েছে স্কটল্যান্ড। তবে এখনো নিশ্চিত নয়।

একটি করে ম্যাচ জিতে দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ওমান ও বাংলাদেশ এবং কোনো ম্যাচ না জিতে চুতুর্থ স্থানের রয়েছে পাপুয়া নিউগিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

একনজরে গ্রুপ বি এর পয়েন্ট টেবিলঃ

১। স্কোটল্যান্ডঃ ২ ম্যাচ ২ জয় ০ হার ৪ পয়েন্ট +০.৫৭৫ নেট রান রেট।

২। ওমানঃ ২ ম্যাচ ১ জয় ১ হার ২ পয়েন্ট +০.৬১৩ নেট রান রেট।

৩। বাংলাদেশঃ ২ ম্যাচ ১ জয় ১ হার ২ পয়েন্ট +০.৫০০ নেট রান রেট।

৪। পাপুয়া নিউগিনিঃ ২ ম্যাচ ০ জয় ২ হার ০ পয়েন্ট -১.৮৬৭ নেট রান রেট।

পয়েন্ট টেবিলে থেকে দেখা যাচ্ছে যে ওমান ও স্কোটল্যান্ডের মধ্যে যে জিতবে সেই বিশ্বকাপের মূল্য পর্বে কোনো বাধা ছাড়াই চলে যাবে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে তাদের যেকোনো দল সর্বোনিম্ন ব্যবধানে হারলেও নেট রান রেট থেকে ০.০৫ কাটা যাবে।
ফলে স্কোটল্যান্ড, ওমান ও বাংলাদেশের নেট রান রেট কাছা কাছি হওয়ায় বাংলাদেশ পাপুয়া নিউগিনির সাতে ২ রান বা ১ বল বাকি থাকতে জয় করলে মূল পর্বে যাবে।

You May Also Like