
দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বাংলাদেশের এবারের টি-২০ বিশ্বকাপ দলে নেই। প্রস্তুতির ঘাটতি থাকায় বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভালোভাবেই তাকে মিস করেছে বাংলাদেশ দল। বাঁহাতি এই ওপেনারের অভিজ্ঞতার বাংলাদেশকে ভালোভাবেই ভোগাবে বলে মনে করছেন অনেকেই। বিসিবি সভাপতি নাজমুল হাসানও তামিমের না থাকাটা মিস করছেন। তামিম না খেলায় তার উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নাজমল হাসান পাপনকে।





ওমানের সাথে বাঁচা মরার আগের দিন বিসিবি সভাপতি কথা বলেছেন মিডিয়ার সাথে। হতাশ সভাপতি ক্ষোভ প্রকাশ করেছেন তামিমের বিশ্বকাপে না খেলা নিয়ে৷ তিনি বলেন, ” একটা জিনিস আপনাদের বলতে পারি, তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম আরও একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু খেলছে। ”





তিনি আরও বলেন, ” আমার কথা হচ্ছে এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই খেললে খেলবে না খেললে নাই। সোজা বলে দেবে। কিন্তু অভিমান করে বলে দেবে আমি খেলব না এটা আমার কাছে গ্রহণ যোগ্য না। কার সাথে অভিমান দেশের সাথে? ” এদেশেই তো থাকতেছে সে। এই ধরণের ইমোশনের আমার কাছে কোন জায়গা নেই। আমার কথা হচ্ছে কেউ খেলতে চাইলে খেলবে না চাইলে খেলবে না। তবে একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন তামিমের চেয়ে ভঅলো ওপেনার একটাও নাই।