বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান গড়লেন বিশ্ব রেকর্ড

inCollage 20211017 205904947

রিচি বেরিংটনকে ফিরিয়ে লাসিথ মালিঙ্গাকে স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান। একই ওভারে মিচেল লিস্ককে ফিরিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে যান তিনি। তাতে ১০৮ উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ৪৭/৩ (ওভার ৮) (মুন্সী ২৯, সাইফউদ্দিন ১/২, মেহেদি ২/৩)

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কোয়েটজার সাজঘরে ফেরার পর খানিকটা জুটি গড়েছিলেন ম্যাথুস ক্রস ও জর্জ মুন্সী। দ্বিতীয় উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪০ রান। মেহেদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১১ রান করা ক্রস ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। ওই ওভারেই ২৯ রান করা মুন্সীকেও ফেরান মেহেদি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রথম দুই ওভারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করলেও উইকেট নিতে ব্যর্থ হয়েছিলেন। তবে ইনিংসের তৃতীয় ওভারে এসে বাংলাদেশকে উইকেট এনে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে কাইল কোয়েটজারকে বোল্ড আউট করেছেন ডানহাতি এই পেসার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টস রিপোর্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জয় লাভ করেছে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রস্তুতি ম্যাচে ভালো করার সুবাদে নাইম শেখকে টপকে লিটন দাসের সঙ্গে ওপেনিং করার সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এদিকে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। যেখানে মুস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাংলাদেশ- লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

স্কটল্যান্ড- জর্জ মুন্সী, কাইল কোয়েটজার, ম্যাথু ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলওয়েড, মিচেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জস ডেভি, সাফয়ান শারিফ এবং ব্র্যাডলি হোয়াইল।

You May Also Like