
বর্তমান সময়ের টি-টোয়েন্টির সেরা বোলারদের মধ্যে অন্যতম একজন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার-কাটারে দেশের মাটিতে অজি-কিউইবধের পর বাংলাদেশি পেসার মাতিয়েছেন আইপিএল।





সেই মোস্তাফিজ এবার নামবেন বিশ্বকাপের লড়াইয়ে। তবে ভয় না এই মোস্তাফিজকেই উল্টো চাপে ফেলতে চান স্কটিশরা
প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে স্কটিশ ব্যাটসম্যান কালাম ম্যাকলাইউডও সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই সে (মোস্তাফিজ) খুব উঁচু মানের একজন বোলার।





তবে এখানে এসে আমাদের রোমাঞ্চের পেছনে এটাও একটা কারণ যে, আমরা বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারব।’





ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজের নয় ম্যাচে মোস্তাফিজ নিয়েছেন ১৫ উইকেট। এরপর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে তার শিকার ১৪ উইকেট।
আছেন দুর্দান্ত ফর্মে, তবে তারা পাল্টা আক্রমণ করে উল্টো চাপে ফেলতে চান টাইগার এই পেসারকে।





ম্যাকলাইউডের আরো বলেন, ‘দল হিসেবে আমাদের এই আত্মবিশ্বাস আছে। আমাদের যথেষ্ট দক্ষতা রয়েছে, উল্টো ওদের চাপে ফেলা যাবে। আমরা এমনভাবে খেলব যেন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারি এবং আমাদের স্কিল ওদের উপর থাকে।’
উল্লেখ্য, মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে আজ রাতেই মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।