এবারের বিশ্বকাপে বাংলাদেশে দলকে যেমন চোখে দেখছে আইসিসি

inCollage 20211016 192022944 compress49

অন্যান্য বারের মতো এবারও প্রথম রাউন্ড দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে গেল আসরগুলোর চেয়ে এবার বেশ পরিণত ক্রিকেট খেলছে বাংলাদেশ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টাইগারদের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এবারের দলকে ‘আন্ডারডগ’ বলছে না আইসিসি। পুরো স্কোয়াড নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির বিশ্লেষণে উঠে আসে তরুণদের নির্ভরতা ও বাংলাদেশ দলের শক্তির দিকগুলো।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

করোনার পরবর্তীতে ক্রিকেট ফেরার পর সবচেয়ে বেশি ম্যাচ জেতা দলগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে চলতি বছরে ৯ ম্যাচ জিতেছে টাইগাররা।

যেখানে উপরে থাকা দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২ ম্যাচ। জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ জেতার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত ফর্মে বাংলাদেশ।
টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব মঞ্চে লড়াইয়ের জন্য প্রস্তুত মাহমুদউল্লাহর দল। বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশের জয় একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তাও ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে। এরপর থেকে আর কোনো বিশ্বকাপের মূল মঞ্চে জেতা হয়নি বাংলাদেশের। এবার তরুণ নির্ভর দল নিয়ে সেই আক্ষেপ গুছানোর সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতা অধিনায়কের রেকর্ড গড়েছেন কিছুদিন হলো।

এ ছাড়াও দলে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকাররা। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে দলের ভরসা হতে পারেন লিটন দাস ও নাঈম শেখ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে আইসিসি বলছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার আফিফ হোসেন ও পেসার মোস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০১৮ সালে বাংলাদেশের জার্সি গায়ে আফিফের অভিষেক হয়। তবে নিয়মিত হতে পারেননি সেই সময়। সাম্প্রতিক সময়ে অবশ্য দলের অপরিহার্য সদস্য তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আফিফ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩ ইনিংসে ১৮ দশমিক ৬৪ গড়ে আফিফের সংগ্রহ ৩৭৩ রান। বল হাতে শিকার করেছেন ৭টি উইকেট।

অন্যদিকে আইসিসির চোখে বাংলাদেশের কী প্লেয়ার হবেন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেকের পর থেকেই মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মাঝের কিছু সময় চোট কাটিয়ে আবার সেই আগের জায়গায় ফিরেছেন তিনি, তাতেই স্বস্তি মিলেছে বাংলাদেশের বিশ্বকাপ মিশনে।

২০২০ সাল থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মুস্তাফিজ। এই তালিকায় সারাবিশ্বে তার অবস্থান ১১তম। আইসিসি বোলিং র‍্যাংকিংয়েও আছেন সেরা দশে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সর্বশেষ ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজ ৬.৪৯ ইকোনমি ও ১৪.৭০ গড়ে শিকার করেছেন ২৪টি উইকেট। সম্প্রতি রাজস্থান রয়্যালসের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে ভালো খেলেছেন এই বাংলাদেশি তারকা

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১৪ ম্যাচে শিকার করেছেন ১৪টি উইকেট। ইকনোমি রেটও ছিল দারুণ। দলটির সর্বোচ্চ ডট বল দেয়া বোলার ছিলেন তিনিই। তাই সাম্প্রতিক সময় ফিজের পারফরম্যান্স ও অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশ যে ভাল ফল পাবে সেটি বলাই যায়।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, রুবেল হোসেন (স্ট্যান্ডবাই)।

You May Also Like