নতুন নিয়ম করলো আইসিসি সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে বাংলাদেশের

337

টি -টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী সংস্করণটি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের মধ্যে মোট এক বছর বাকি আছে। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগামী বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করতে হবে। যাইহোক, এই অল্প সময়ে, দল নির্বাচনের জন্য প্রচলিত নিয়ম মেনে চলা একটু কঠিন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

করোনার এই কঠিন সময়ের কথা মাথায় রেখে দল নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার টুয়েলভে খেলা প্রতিটি দলেরই অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকছে। যদিও রয়েছে র‌্যাঙ্কিংয়ের মারপ্যাঁচ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলা দুটি দল সরাসরি সুযোগ পাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে। সুপার টুয়েলভের বাকি ১০ দল থেকে জায়গা পাবে ৬টি দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১৫ নভেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের ৬ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ পাবে। বাকি চার দল জায়গা পাবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার টুয়েলভে খেলতে পারলে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকবে বাংলাদেশেরও। বর্তমানে ২৪১ পয়েন্ট নিয়ে আইসিসির র‌্যাঙ্কিয়ের ছয়ে রয়েছে বাংলাদেশ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১৫ নভেম্বর পর্যন্ত এই র‌্যাঙ্কিং ধরে রাখতে পারলে সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা। এদিকে এবারের বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।

You May Also Like