পাওয়ার প্লেতে ব্যাটিং ঝড় তুলেছে চেন্নাই, দেখেনিন সর্বশেষ স্কোর

319

দুবাইয়ে আইপিএল ২০২১-এর ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি জোড়া খেতাবজয়ী কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই এই নিয়ে মোট ৯ বার ফাইনাল খেলছে। কলকাতা ফাইনালে উঠেছে এই নিয়ে ৩ বার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৫০ রান পূর্ণ করে। রুতুরাজ ২৬ ও ডু’প্লেসি ২২ রানে ব্যাট করছেন।
কলকাতার বিরুদ্ধে ফাইনালে দাপুটে শুরু চেন্নাইয়ের। শুরুতেই রুতুরাজ লোকেশ রাহুলকে টপকে অরেঞ্জ ক্যাপের মালিক হন। ৫ ওভারে চেন্নাই ৪২/০। মাভির ওভারে ১টি বাউন্ডারি মারেন ডু’প্লেসি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংস কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে। ফার্গুসনের ওভারে ১টি করে বাউন্ডারি মারেন রুতুরাজ ও ডু’প্লেসি। ওভারে ১২ রা ওঠে। গায়কোয়াড় ২৩ ও ডু’প্লেসি ১০ রানে ব্যাট করছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তৃতীয় ওভারে শাকিব আল হাসানের বলে একটি চার ও ১টি ছক্কা হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওবার শেষে চেন্নাই ২২/০। রুতুরাজ ১২ বলে ১৮ রানে ব্যাট করছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শিবম মাভির ওভারে মাত্র ৩ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুলেছে। রুতুরাজ ৭ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন ডু’প্লেসি।
চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু’প্লেসি। কলকাতার হয়ে নতুন বলে বোলিং শুরু করেন শাকিব আল হাসান। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন গায়কোয়াড়। চতুর্থ বলে বাউন্ডারি মারেন তিনি। প্রথম ওভারের শেষে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু’প্লেসি, মইন আলি, ডোয়েন ব্র্যাভো ও জোস হ্যাজেলউডকে।

চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু’প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জোস হ্যাজেলউড।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ফাইনালেও মাঠের বাইরে সুরেশ রায়না। রবীন উত্থাপ্পা সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের প্রথম একাদশেও নিজের জায়গা ধরে রাখেন। চেন্নাইও অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কেকেআর চার বিদেশির কোটায় মাঠে নামায় মর্গ্যান, নারিন, শাকিব ও ফার্গুসনকে।

কলকাতার প্লেয়িং ইলেভেন: শুভমন গিল, বেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আইপিএল ফাইনালেও আন্দ্রে রাসেলকে মাঠের বাইরে রাখল কেকেআর। তারা শাকিব আল হাসানের উপরেই আস্থা রাখে। অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামে কলকাতা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফাইনালে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় চেন্নাইকে। সুতরাং, দুবাইয়ে আইপিএলের খেতাবি লড়াইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং ধোনিদের।

You May Also Like