
কাতার বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। ব্রাজিলের নেইমার জুনিয়র ম্যাচের এক ঝলক দেখালেন। তিনি দলকে উরুগুয়ের বিপক্ষে সুদূরপ্রসারী জয়ে নিয়ে যান।





উরুগুয়ের বিপক্ষে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে একটি গোল করেছেন নেইমার। সেই সঙ্গে সতীর্থদের আরো দুই গোলে অবদান রেখেছেন তিনি। সবমিলিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ম্যাচই কাটিয়েছেন পিএসজির হয়ে মাঠ মাতানো এই তারকা।





দুর্দান্ত এই জয়ের পথে জাদুকরী পারফরম্যান্সে ভর করে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন নেইমার। গোল করানোর দিক থেকে অর্থাৎ অ্যাসিস্টের ক্ষেত্রে আজ একটি রেকর্ড স্পর্শ করেছেন তিনি।





দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চলতি সংস্করণ চালুর পর অ্যাসিস্টের ক্ষেত্রে ১৩টি করে অ্যাসিস্ট করা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়িয়ে গেছেন নেইমার। আজ দুই গোলে অ্যাসিস্ট করার মাধ্যমে এই কীর্তি গড়েন তিনি।





এর পাশাপাশি চিলি তারকা অ্যালেক্সিস সানচেজের রেকর্ড স্পর্শ করেছেন নেইমার। দুজনই সতীর্থদের গোলের ক্ষেত্রে সমান ১৫টি করে অবদান রেখেছেন।