
শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ বল বাকি থাকতে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠলো নাইটরা৷ ফাইনালের উঠার ম্যাচে পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।





শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে বল হাতে কোন উইকেট পাননি সাকিব। ৪ ওভার বোলিংয়ে ২৮ রান দেন। ব্যাট হাতে শেষ মুহুর্তে নেমে হিরো হওয়ার সুযোগ থাকলেও ফেরেন ২ বলে ০ রানেই। তবে ব্যাটিং বা বোলিংয়ের জন্য নয় সাকিব পুরস্কার জিতেছেন তার দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য। এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে যখন একের পর এক উইকেট হারাতে থাকে দিল্লি, তখন শক্ত হাতে হাল ধরে দলকে এগিয়ে নিতে থাকেন শেখর ধাওয়ান। সেই ধাওয়ানকে দুর্দান্ত ক্যাচে ফিরিয়ে দেন সাকিব।





দিল্লির ইনিংসের ১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে ধাওয়ান ক্যাচ তুলে দেন পয়েন্ট অঞ্চলে। বল তালুবন্দী করা মোটেও সহজ ছিল না। ডাইভ দিয়ে সাকিব অবিশ্বাস্যভাবে মুঠোয় ভরেন ধাওয়ানের ব্যাট স্পর্শ করে আসা বল। আর এই দুর্দান্ত ক্যাচের জন্য সাকিব জিতেছেন ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার।
VIVO Perfect Catch of the Match award in Qualifier 2 between @KKRiders and @DelhiCapitals goes to Shakib Al Hasan. @Vivo_India #VIVOPerfectCatchOfTheMatch #VIVOIPL pic.twitter.com/2a9nDFoV2s
— IndianPremierLeague (@IPL) October 13, 2021