
দীর্ঘ ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। নেপালের বিপক্ষে আগে গোল করে সেই সম্ভাবনা জেগেও উঠেছিল।





কিন্তু রেফারির বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে কপাল পুড়েছে বাংলাদেশের। ১-১ গোলের ড্রতে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেছে হিমালয়ের দেশটি। তবে যে পেনাল্টিতে কপাল পুড়েছে লাল-সবুজ জার্সিধারীদের, সেটির সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা, এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।





গোলকিপার আনিসুর রহমান জিকোর লাল কার্ডে এমনিতেই একজন কম নিয়ে খেলছিল বাংলাদেশ। তারপরও ১-০ গোলে এগিয়ে থাকায় ১০ জন নিয়েও বাকিটা সময় পাড়ি দেওয়ার চেষ্টায় ছিল লাল-সবুজের দল। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্তে মাথায় হাত!





উজবেকিস্তানের রেফারি আক্সরোল রিসকুলায়েভের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ধুয়ে দিচ্ছেন রীতিমতো।





এমনকি ম্যাচ শেষ এই বিষয়ে ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া। জামাল টুইটারে লিখেন, ‘আমার মনে হচ্ছে আমরা আজ বড় ধরনের ছিনতাইয়ের শিকার হয়েছি। এটা আসলেই লজ্জাজনক যে, সাফ চ্যাম্পিয়নশীপে কম্পিউটার রিভিউ সিস্টেম নেই। রেফারি ব্যতীত সবাই দেখতে পেল যে এটি পেনাল্টি হয়নি। আমি দল নিয়ে গর্বিত এবং একই সাথে আমি খুবই হতাশ।’





I have the feeling of that my team got big time robbed today. It is ashamed that we don’t use VAR in #SAFFCUP. @theafcdotcom
Everyone except the referee could see it wasn’t a penalty. I’m proud of the team and at the same time I’m very disappointed. #JB6
— Jamal Bhuyan (@Jamal_Bhuyan) October 13, 2021
দেখুন পেনাল্টির ভিডিওটি- https://youtu.be/CFVB0qEnsEg