গোল, গোল, গোল, বিরতিতে বাংলাদেশ

k78

সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই গোল করে এগিয়ে গেছে লাল-সবুজরা। এগিয়ে থেকেই বিরতিতে গেছে জামাল ভূঁইয়ার দল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়। শুরুর দিকে কিছুটা অগোছালো খেলতে থাকে বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে নবম মিনিটে গোল করেন সুমন রেজা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ডি বক্সের বাঁ দিক থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে চলে আসে সুমন রেজার সামনে। খালি জায়গায় থাকা ফরোয়ার্ড সুমন নিখুঁত হেডারে জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে তিনি আরেকটি খুব সহজ সুযোগ মিস না করলে ব্যবধান দ্বিগুন করতে পারতো বেঙ্গল টাইগাররা। ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল নেপালের খেলোয়াড়দের পায়েই অধিকাংশ সময় (৬৫ শতাংশ) ছিল। তবে রক্ষণভাগের সাফল্যে গোল হজম করেনি বাংলাদেশ।

You May Also Like