রোনালদোর হ্যাটট্রিকে শেষ হলো গোল বন্যার ম্যাচ,জেনেনিন ফলাফল

k60

ঘরের মাঠে লুক্সেমবার্গকে পেয়ে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একে একে তিনবার বল জালে পাঠালেন। আর তার হ্যাটট্রিকে ভর করে ৫-০ গোলের ব্যবধানে লুক্সেমবার্গকে উড়িয়ে দিল পর্তুগাল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

স্তাদিও আলগ্রেভে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে পেনাল্টি থেকে জোড়া গোলের পর শেষ দিকে আরেকটি গোল করেন রোনালদো। একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও পালিনহা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রীতি ম্যাচে যে দল সাজিয়েছিলেন পর্তুগাল কোচ সেখান থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আসল আটটি পরিবর্তন। লুক্সেমবার্গের কাছে নিজেদের ইতিহাসে একবার হেরেছে পর্তুগাল। তবে এদিন পা হড়কানোর সুযোগ আর দেননি রোনালদোরা। বিজ্ঞাপন

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ম্যাচের মাত্র আট মিনিটের মাথায় পেনাল্টি স্পট থেকে বল জালে জড়িয়ে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে নে ম্যানচেস্টার ইউনাইটে তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বার্নার্দো সিলভাকে ডি বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগাল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এর ঠিক পাঁচ মিনিট পর ডি বক্সের ভেতর এবার রোনালদোকেই ফাউল করে বসেন লুক্সেমবার্গ গোলরক্ষক অ্যান্থনি মরিস। আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দ্বিতীয় গোল করতে এক চুল ভুলও করেননি রোনালদো। কিন্তু তার আগে ঘটে যায় আরেকটি ঘটনা। রোনালদো শট নেওয়ার আগেই ডি বক্সে ঢুকে পড়েন পেপে। এতে গোল দেননি রেফারি। আবারও শট নেন রোনালদো। ঠিক দিকেই ঝাঁপ দেন মরিস, কিন্তু বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দুই গোলে লিড নিয়েও ক্ষান্ত হয়নি পর্তুগিজরা। চার মিনিট পরে আরেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজ গোল করে এবার দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির আগে আর গোলের দেখা পায়নি পর্তুগাল। বিজ্ঞাপন

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা ধরে রাখে পর্তুগাল। ৬২তম মিনিটে নুনো মেন্দেসের চমৎকার ক্রসে দূরের পোস্টে শট লক্ষ্যে রাখতে পারেননি ফার্নান্দেজ। ছয় মিনিট পর পেনাল্টি স্পটের কাছ থেকে রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান মরিস।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সেই কর্নার থেকে ব্রুনো ফার্নান্দেজের ভাসানো বল চমৎকার হেডে জাল খুঁজে নেন জোয়াও পালিনহা। বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের প্রথম দেখায় ৩-১ ব্যবধানে জেতা পর্তুগালের তৃতীয় গোলটি করেছিলেন তিনি। বিজ্ঞাপন

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ম্যাচের তখন নির্ধারিত সময়ের আর তিন মিনিট বাকি, ৮৭তম মিনিটে আর রোনালদোকে ঠেকিয়ে রাখতে পারেনি লুক্সেমবার্গ। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক। দেশের হয়ে তার দশম হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার এটি ১১৫তম গোল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া। আজারবাইজানকে ৩-১ গোলে হারানো দলটি তাদের শেষ ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে।

You May Also Like