
১৭ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মিশন শুরু করার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারণ ২০ ওভারে ১৩৪ রান করেছে টাইগাররা। বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার সর্বোচ্চ ৩৪ রান করেন।





তাসকিন ৪* (৪)।
চামিরা ৩/২৭





ইনজুরি সমস্যা থাকায় নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেই এই ম্যাচে। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। এছাড়া আইপিএলে থাকায় খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
আইপিএল থেকে ফিরে সদ্য দলের সাথে যোগ দেওয়া মুস্তাফিজুর রহমানও বিশ্রামের কারণে খেলছেন না।





বাংলাদেশের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ থেকে একটি পরিবর্তন এসেছে এই ম্যাচের একাদশে। মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে খেলার সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।





বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।





শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।
Bangladesh finishes their innings on 147 for 7 in 20 overs.
Pick of the bowlers for Sri Lanka – Dushmantha Chameera: 4 overs, 27 runs, and 3 wickets. #T20WorldCup @ThePapareSports
— Damith Weerasinghe (@Damith1994) October 12, 2021