সাকিব আল হাসান কে নিয়ে কেকেআরের সাবেক ক্যাপটেন বোমা ফাটালেন

inCollage 20211012 181216414 compress41

আন্দ্রে রাসেল চোটে পড়ায় দুর্ভাবনায় পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাসেলের অভাব দারুণভাবে পূরণ করে চলেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরের দাবি, সাকিব একাদশে ফেরায় ভারসাম্য খুঁজে পেয়েছে কলকাতা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সাকিব একাদশে ফেরার পর কলকাতা আছে জয়ের ধারায়। বল হাতে দারুণ নৈপুণ্য দেখানো সাকিব সুযোগ পেলে অবদান রাখছেন ব্যাট হাতেও।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সাকিব ফেরায় দলে ভারসাম্য ফিরেছে দাবি করে গম্ভীর বলেন, ‘একাদশে যখন ৫ জন স্পেশালিষ্ট বোলার থাকে দল তখন ভারসাম্য খুঁজে পায়। একাদশে এখন ৩ জন মানসম্পন্ন স্পিনার আছে, ২ জন পেসার আছে যারা জোরে বল করতে পারে। ষষ্ঠ বোলিং অপশন হিসেবে নিতিশ রানা ও ভেঙ্কাটেশ আইয়ার আছে। সাকিব সাত নম্বরে ব্যাট হাতে নামতে পারে, এটা ব্যাটিংয়েও শক্তি বাড়ায়।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কোয়ালিফায়ারে রাসেল একাদশে ফিরলে সাকিবের সুযোগ পাওয়া কঠিন হবে। গম্ভীর অবশ্য চাইছেন, রাসেল পুরো ফিট না হলে ভরসা রাখা হয় যেন সাকিবের ওপরেই।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তিনি বলেন, ‘রাসেল যদি পুরো ফিট হয় তবেই তার ফেরা উচিৎ, অন্যথায় আপনার দলে সাকিব আছে যে এমন উইকেটে ভালো করতে পারবে। এই উইকেট ভারত ও বাংলাদেশের মতই, খুব শুকনো; সাকিব জানে এখানে কীভাবে বল করতে হয়।’

গাম্ভীরের বোমা : সাকিব দলে থাকলেই কলকাতা ভারসাম্য পায়, বলছেন গম্ভীর

You May Also Like