শেষ মূহুর্তে দেখেনিন বাংলাদেশ সময় অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের চুড়ান্ত সময়সূচি

k22

অবশেষে, এই বছরের টি -টোয়েন্টি বিশ্বকাপের আসরটি মাঠে গড়াচ্ছে। এই টুর্নামেন্টের সময়সূচী দেখে নিন:

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রথম পর্ব-

এবারের বিশ্বকাপ হবে ১৬ টি দল নিয়ে। র র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮-এর বাইরে থাকা দলগুলিকে গ্রুপ পর্বে খেলতে হবে। এই পর্যায়ে, দুটি গ্রুপে বিভক্ত, চারটি দল শীর্ষ দুটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
গ্রুপ -এগ্রুপ -বি
আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কাবাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড

গ্রুপ পর্বের সূচি-

তারিখম্যাচভেন্যুবাংলাদেশ সময়
১৭ অক্টোবরওমান- পাপুয়া নিউগিনিমাসকট, ওমানবিকেল ৪টা
১৭ অক্টোবরবাংলাদেশ- স্কটল্যান্ডমাসকট, ওমানরাত ৮টা
১৮ অক্টোবরআয়ারল্যান্ড-নেদারল্যান্ডসআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতবিকেল ৪টা
১৮ অক্টোবরশ্রীলঙ্কা-নামিবিয়াআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতরাত ৮টা
১৯ অক্টোবরস্কটল্যান্ড- পাপুয়া নিউগিনিমাসকট, ওমানবিকেল ৪টা
১৯ অক্টোবরওমান-বাংলাদেশমাসকট, ওমানরাত ৮টা
২০ অক্টোবরনামিবিয়া-নেদারল্যান্ডসআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতবিকেল ৪টা
২০ অক্টোবরশ্রীলঙ্কা- আয়ারল্যান্ডআবুধাবি, সংযুক্ত আরব আমিরাতরাত ৮টা
২১ অক্টোবরবাংলাদেশ- পাপুয়া নিউগিনিমাসকট, ওমানবিকেল ৪টা
২১ অক্টোবরওমান-স্কটল্যান্ডমাসকট, ওমানরাত ৮টা
২২ অক্টোবরনামিবিয়া- আয়ারল্যান্ডশারজাহ, সংযুক্ত আরব আমিরাতবিকেল ৪টা
২২ অক্টোবরশ্রীলঙ্কা- নেদারল্যান্ডসশারজাহ, সংযুক্ত আরব আমিরাতরাত ৮টা

সুপার টুয়েলভ গ্রুপপর্ব পার করা সেরা চারটি দল এ রাউন্ডে অগ্রসর হবে এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দলের সাথে যোগ দেবে। এছাড়াও দুটি গ্রুপ আছে। যেখানে দুই গ্রুপে ছয়টি করে দল লড়বে সেমিফাইনালের টিকিটের জন্য।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
গ্রুপ-১গ্রুপ-২
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ ১, বি ২ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ ২, বি ১

সুপার টুয়েলভের সূচি-

তারিখম্যাচভেন্যুবাংলাদেশ সময়
২৩ অক্টোবরঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআবুধাবিবিকেল ৪টা
২৩ অক্টোবরইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজদুবাইরাত ৮টা
২৪ অক্টোবরএ ১-বি ২শারজাহবিকেল ৪টা
২৪ অক্টোবরভারত-পাকিস্তানদুবাইরাত ৮টা
২৫ অক্টোবরআফগানিস্তান-বি১শারজাহরাত ৮টা
২৬ অক্টোবরদক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজদুবাইবিকেল ৪টা
২৬ অক্টোবরপাকিস্তান-নিউজিল্যান্ডশারজাহরাত ৮টা
২৭ অক্টোবরইংল্যান্ড- বি২আবুধাবিবিকেল ৪টা
২৭ অক্টোবরবি১-বি২আবুধাবিরাত ৮টা
২৮ অক্টোবরঅস্ট্রেলিয়া-এ১দুবাইবিকেল ৪টা
২৯ অক্টোবরওয়েস্ট ইন্ডিজ- বি২শারজাহবিকেল ৪টা
২৯ অক্টোবরপাকিস্তান-আফগানিস্তানদুবাইরাত ৮টা
৩০ অক্টোবরদক্ষিণ আফ্রিকা- এ১শারজাহবিকেল ৪টা
৩০ অক্টোবরঅস্ট্রেলিয়া-ইংল্যান্ডদুবাইরাত ৮টা
৩১ অক্টোবরআফগানিস্তান- এ২আবুধাবিবিকেল ৪টা
৩১ অক্টোবরভারত-নিউজিল্যান্ডদুবাইরাত ৮টা
১ নভেম্বরইংল্যান্ড- এ১শারজাহরাত ৮টা
২ নভেম্বরদক্ষিণ আফ্রিকা- বি২আবুধাবিবিকেল ৪টা
২ নভেম্বরপাকিস্তান-এ ২আবুধাবিরাত ৮টা
৩ নভেম্বরনিউজিল্যান্ড-বি ১দুবাইবিকেল ৪টা
৩ নভেম্বরভারত-আফগানিস্তানআবুধাবিরাত ৮টা
৪ নভেম্বরঅস্ট্রেলিয়া-বি ২দুবাইবিকেল ৪টা
৪ নভেম্বরওয়েস্ট ইন্ডিজ-এ ১আবুধাবিরাত ৮টা
৫ নভেম্বরনিউজিল্যান্ড-এ২শারজাহবিকেল ৪টা
৫ নভেম্বরভারত- বি ১দুবাইরাত ৮টা
৬ নভেম্বরঅস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজআবুধাবিবিকেল ৪টা
৬ নভেম্বরইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাশারজাহরাত ৮টা
৭ নভেম্বরনিউজিল্যান্ড-আফগানিস্তানআবুধাবিবিকেল ৪টা
৭ নভেম্বরপাকিস্তান-বি ১শারজাহবিকেল ৪টা
৮ নভেম্বরভারত-এ২দুবাইরাত ৮টা

নক আউট রাউন্ড -সেমিফাইনাল

তারিখম্যাচভেন্যুসময়
১০ নভেম্বরগ্রুপ ১ চ্যাম্পিয়ন – গ্রুপ ২ রানার্সআপআবুধাবিরাত ৮টা
১১ নভেম্বরগ্রুপ ২ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-১ রানার্সআপদুবাইরাত ৮টা

ফাইনাল

তারিখম্যাচভেন্যুসময়
১৪ নভেম্বরসেমিফাইনাল ১ জয়ী-সেমিফাইনাল ২ জয়ীদুবাইরাত ৮টা

You May Also Like