
এবারের আইপিএলে সাকিব আল হাসান সুযোগ পাননি। ভারত মঞ্চের প্রথম তিন ম্যাচে সুযোগ পেলেও সাকিব আল হাসান ম্যাচ জয়ে অবদান রাখতে পারেননি। তারপর থেকে, দলীয় অবস্থার সংমিশ্রণের কারণে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।





এছাড়াও আমিরাত পর্বেও সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে সাকিব আল হাসানকে। তবে শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলের ইনজুরির কারণে গত তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। এবার একাদশে সুযোগ পেয়ে ভুল করেননি সাকিব। প্রতিটি ম্যাচেই বল হাতে অবদান রেখেছেন তিনি।





গতকাল দলের গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। চার ওভার বোলিং করে কোন উইকেটের না পেলেও দিয়েছেন মাত্র ২৪ রান। তাইতো ম্যাচ শেষে সাকিবের বোলিংয়ে প্রশংসা করেছেন অধিনায়ক ইয়ন মরগান।





ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কলকাতার অধিনায়ক বলেন, “ম্যাচের শুরুতেই বোলাররা ভালো শুরু এনে দিয়েছিল। আমাদের দলে বিশ্বমানের কয়েকজন স্পিনার রয়েছে যা দল থেকে বাড়তি সুবিধা এনে দিয়েছে। আমরা আজকের ম্যাচে ভালো খেলেছে এবং ধারাবাহিকতা প্রদর্শন করেছি। নারাইন টি-টোয়েন্টি ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি। তাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। এছাড়াও সাকিব ভালো বল করেছে। সাকিব গত ৩ ম্যাচ ধরে দলের কার্যকরী ভূমিকা রাখছে।”