আমাদের ফিনিশার ও তার অস্ত্রগুলো দেখিয়ে যা বললো কেকেআর মিডিয়া ম্যানেজার

inCollage 20211012 122044373 compress76

গতকালের ম্যাচে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ৭ রান। দায়িত্বটা এসে পড়ে সাকিব আল হাসানের কাঁধে। বোলার প্রান্তের ক্রিজে নাইট অধিপতি ইয়ন মরগান। আর ডেনিয়েল ক্রিশ্চিয়ানের প্রথম বলেই দারুণ এক শটে চার হাঁকালেন সাকিব। কলকাতার জন্যও কাজটা সহজ করে দেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এরপর বাকি তিনটি রানের দুটি নেন সাকিব। স্ট্রাইক রোটেট করতে কেবল একরান নিয়েছেন মরগান। ৪র্থ বলে সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতান বাংলাদেশি অলরাউন্ডার। অর্থাৎ সাকিবের ব্যাট ছুঁয়ে এলো কলকাতার জয়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরও একবার পুড়ল আক্ষেপে। কলকাতার কাছে ৪ উইকেটে হেরে বিদায় নিয়ে শেষ হলো কোহলির আইপিএল অধিনায়কত্বের অধ্যায়। কলকাতা চলে গেল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে অপেক্ষায় দিল্লি ক্যাপিটালস।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বেশি বল খেলার সুযোগ পাননি সাকিব। ৬ বলে খেলে অপরাজিত ৯ রান করেছেন। কিন্তু সাকিবের এই ৯ রানের ছোট্ট ইনিংসই মহামূল্যবান বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে কলকাতার জয় ছাপিয়েও আলোচনা সে কথা। আর বিষয়টি বেশ ভালোই জানা কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ এডমিনের। সাকিবকে মি. ফিনিশার বলে প্রশংসা করেছে তারা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ম্যাচ জয়ের পরই সাকিবের থাম্বসআপে হাস্যজ্জ্বল ছবি ও তার ব্যাট-বল, প্যাড এবং হেলমেটের ছবি আপলোড করেছে কেকেআরের ফেসবুক পেজ। ক্যাপশনে লিখেছে, ‘আমাদের ফিনিশার ও তার অস্ত্রগুলো।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই পোস্টটি বেশ মনে ধরেছে সাকিব ফ্যানদের। পোস্টের পর এক ঘণ্টা পার হতে না হতেই প্রায় এক লাখ রিয়েক্ট জমা পড়েছে। যার বেশি অংশটাই লাভ রিয়েক্ট।

You May Also Like