
আইপিএলে আবারও দেখা গেল সাকিব ঝলক। এবার বল হাতে তো দ্যুতি ছড়ালেনই, ব্যাট হাতে দলকে এনে দিলেন পরম আকাঙ্ক্ষিত জয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দলকে জেতানোর পরপরই সাকিব আল হাসান হয়ে উঠলেন টুইটারে ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।





দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন সাকিব।
টানা ৯ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গত ৩ ম্যাচে কলকাতার একাদশে নিয়মিত সুযোগ পেয়েছেন সাকিব। আগের দুই ম্যাচের কার্যকরী ভূমিকা রাখা পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছেন এলিমিনেটরে।





১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দল খেই হারিয়ে ফেললেও প্রবল চাপের মুখে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে সাকিব দলকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে। ৬ বলে ৯ রান করা ইনিংসে জয়সূচক রানও এসেছে সাকিবের ব্যাট থেকে।





সাকিবের অনবদ্য এই ফিনিশিংয়ের প্রশংসায় ব্যস্ত সমর্থকরা। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইট।
Shakib is the real herooo!
— Razin An Naumee (@AnNaumee) October 11, 2021
Shakib – G.O.A.T 👑
That's it, that's the tweet❤️ pic.twitter.com/zoLV5sQwGe
— HM Rakin Al Hasan (@BeingHMrAAkin75) October 11, 2021
Shakib al hasan , greatest all-rounder in the cricket history.#shakibAlHasan #IPL2021 #viratkholi #RCBvsKKR #captaincy pic.twitter.com/kGQFDHek1h
— ᴍᴏʜᴀᴍᴍᴀᴅ ʀᴇʜᴀɴ ᴏғғɪᴄɪᴀʟ ✪ محمد ريحان (@MohammadRehan05) October 11, 2021
Wao good shakib br kkr he taiyar
— موھممد اویس رزا سلمانی (@LukmanSalmani3) October 11, 2021