ফুটবলকে বিদায় বলার বিষয়ে আবেগঘন বার্তা দিলেন ‘নেইমার’

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন নেইমার। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোববার জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। কাতার বিশ্বকাপে ব্রাজিল মাঠে নামবে হেক্সা জয়ের মিশনে। সেই বিশ্বকাপে সাফল্য পেতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে নেইমারকে। এই চ্যালেঞ্জ নেইমারকে অতিরিক্ত ভাবাচ্ছে। বিশ্বকাপের পর তাই জাতীয় দলের জার্সি আর গায়ে নাও তুলতে দেখা যেতে পারে নেইমারকে, রোববার দিয়েছেন এমনই ইঙ্গিত।

ফুটবলকে বিদায় বলার বিষয়ে আবেগঘন বার্তা হলো : “আমার মনে হয় এটাই আমার শেষ বিশ্বকাপ”-নেইমার

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন নেইমার, জানিয়েছেন বিশ্বজয়ের সম্ভাব্য সকল চেষ্টাই করবেন তিনি। এটাই তার ছোটবেলা থেকে লালন করা স্বপ্ন।

“আমি সাফল্য পেতে সবকিছু করব, দেশের হয়ে শিরোপা জিততে সম্ভাব্য সবকিছু করব। ছোটবেলা থেকে দেখা স্বপ্ন পূরণ করতে চাই। আমি আশা করি আমি পারব”

৩০ বছর বয়সী এই ফুটবলার ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে খেলেছেন ১১৩টি ম্যাচ। আগামী বছর ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হতে পারেন তিনি।

You May Also Like