মেসির সঙ্গে সেলফি তুলতে গিয়ে অবাক কান্ড করে বসলেন প্যারাগুয়ের সমর্থক

সারা বিশ্ব জুড়ে লিওনেল মেসির ভক্ত। গত দেড় দশক ধরে আর্জেন্টাইন অধিনায়ক ফুটবল বিশ্বকে তার পা দিয়ে মুগ্ধ করেছেন। তার একটি বিশাল ফ্যান বেস আছে। মেসি তার নিজের ক্লাব বা দেশ দ্বারা সমর্থিত, কখনও কখনও প্রতিপক্ষের দ্বারা।

তাদের সবারই আকাঙ্ক্ষিত ব্যক্তি মেসি। যদি তার সঙ্গে যদি একটা ছবি তোলা যায়, কেমন হবে? সুযোগ থাকলে তো হাতছাড়া করার প্রশ্নই আসে না। সুযোগ যদি নাও থাকে, চেষ্টা করতে দোষ কী। তেমনই এক দৃশ্য দেখা গেল শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর।

একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়বেন দলটির ফুটবলাররা। এমন সময়ই নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন প্যারাগুয়ের জার্সি পরা কয়েকজন সমর্থক।

তাদের উদ্দেশ্য যে লিওনেল মেসি, সেটি বোধ হয় না বললেও চলছে। মাঠে নেমে মেসির সঙ্গে সেলফি তুলেছেন তারা। এরপর ফেটে পড়েছেন উল্লাসে। মনে মনে হয়তো ভেবেছেন, ‘আমি সেই সৌভাগ্যবানদের একজন, বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে যাদের ছবি আছে’।

https://youtu.be/pYrCZYMj5n0

You May Also Like