
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও দ্বিতীয় ম্যাচ্র ভারতের বিপক্ষে ড্র করে শুরু করলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে হোঁচট খায় বাংলাদেশ।





বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে মালদ্বীপের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে অস্কার ব্রুজোনের শিষ্যরা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন হামজা মোহামেদ ও আলী আশফাক।





শুরু থেকেই ভাল খেলতে থাকা স্বাগতিক মালদ্বীপ প্রথমার্ধে গোল না পেলেও। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে প্রথম গোলটি করেন হামজা মোহাম্মদ।





আর তারপর বাংলাদেশ যখন গোল শোধের জন্য মরিয়া তখন পেনাল্টি থেকে আরও একটি গোল হজম করে। ৭৪ মিনিটে স্পট কিক থেকে গোল করেন আলী আশফাক।
D H A G A N D E Y it is!! He scores from the spot and makes it 2-0 Maldives. https://t.co/JQMi1abwRp pic.twitter.com/RaArJSYZOM
— One Online (@oneonlinemv) October 7, 2021





এই জয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে চলে এসেছে মালদ্বীপ। অন্যদিকে বাংলাদেশ এক জয় ও এক ড্রতে আছে দ্বিতীয় অবস্থানে। তবে দুই জয়ে শীর্ষে আছে নেপাল।