
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের সংস্করণ ভারতীয় বোলাররা আলোড়ন সৃষ্টি করেছে। আইপিএলে এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ দশে রয়েছেন মাত্র একজন বিদেশী ক্রিকেটার। আর তিনি হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনার রশিদ খান।





তবে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সেরা দশের মধ্যে না থাকলেও বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দুই নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ১১ নম্বরে রয়েছেন মুস্তাফিজ।





তবে এই ১১ জনের মধ্যে মোস্তাফিজ এবং রশিদ খান ছাড়া নেই আর কোন বিদেশী ক্রিকেটার। আইপিএলের এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রাশিদ খান ১২ ম্যাচের মধ্যে নিয়েছেন ১৫ টি উইকেট। আর বিদেশী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজ।





১৩ ম্যাচে মোস্তাফিজ নিয়েছেন ১৪ টি উইকেট। তবে আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাস্ট বোলার হর্ষাল প্যাটেল। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে আবেশ খান নিয়েছেন ২২ টি উইকেট। এছাড়াও জাসপ্রিত ভোমরা ১৯ টি এবং মোহাম্মদ সামি নিয়েছেন ১৮ টি উইকেট।