আগের ম্যাচেই হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন হার্শাল প্যাটেল। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও দারুণ বোলিং করে দলের লক্ষ্য নাগালের মধ্যে রেখেছেন এই পেসার।





নির্ধারিত ২০ ওভারে তাই ১৪৯ রানের বেশি করতে পারেনি সাঞ্জু স্যামসনের দল।বেঙ্গালুরুর ইনিংসের চতুর্থ ওভারেই বোলিংয়ে ডাক পড়েছিল মুস্তাফিজুর রহমানের।





সেই ওভারে দেবদূত পাডিকালের তোপের মুখে পড়েন মুস্তাফজ। সেই ওভারের তৃতীয় বলে মিড অন দিয়ে একটি দারুণ চার মেরেছিলেন বেঙ্গালুরুর এই ওপেনার।
একের পর এক যখন সবাই মার খেয়ে যাচ্ছে ঠিক সে সময়ে পাওয়ার প্লেতে রাজস্থানকে শেষে সফলতা এনে দিলেন একমাত্র মোস্তাফিজুর রহমান!





১৭ বলে ২২ রান করা পাডিকালকে ক্লীন বোল্ড করলেন “দি ফিজ্জ”! এই আসরে ১২ তম উইকেট পেলেন আমাদের মোস্তাফিজুর রহমান। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রাজস্থানের হয়ে মুস্তাফিজের শিকার করা বেশিরভাগ উইকেট গুলোই ক্লিন বোল্ড।





তা কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকারে থাকা ম্যাথু হেইডেন বলেন, এই ছেলেটা কি শুধু বোল্ডই করে যাবে নাকি। তার স্টাম্প উড়িয়ে দেওয়া খুব প্রিয়। সঞ্নজু আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।