
আজ সেরা চারে উঠার মিশনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস।





কেননা, আজকে জয় তুলে নিতে না পারলে সেরা চারে উঠতে পারবেন না মুস্তাফিজরা । আজকের ম্যাচ মুস্তাফিজদের সামনে এক বড় চ্যালেন্স হয়ে দাড়িয়েছে।
মুস্তাফিজ কি পারবেন আজকে দলকে সেরা চারে উঠাতে?





এদিকে বল হাতে মুস্তাফিজুর রহমানের উপরই ভরসা করছে রাজস্থান।
আইপিএলে মুস্তাফিজ বল হাতে ছরিয়েছে এক আলোর ঝলক। মুস্তাফিজ আইপিএলে আলোর ঝলক দেখিয়ে পেয়েছেন বিশ্বের কাছে প্রশংসা।





মুস্তাফিজ তিন ম্যাচে পেয়েছেন ৩টি উইকেট। মুস্তাফিজ পাঞ্জাব কিংসের বিপক্ষে এক দুর্দান্ত বল করেন। ১৯তম ওভারে মাত্র ৪ রান দেন। সেই ম্যাচে জয় তুলে নেয় মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।





আজ কি পারবে মুস্তাফিজ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটসম্যানদের তার বলের ভেলকি দেখাতে?
এক নজরে দেখে নেওয়া যাক মুস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের সর্বশেষ পরিসংখান,
নিজেদের ১৪ ম্যাচ থেকে ১০ ম্যাচ খেলে ফেলেছে মুস্তাফিজের দল।
১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হার এবং ৪ ম্যাচে জয় নিয়ে তারা অবস্থান করছে টেবিলের সাত নম্বরে। রাজস্থানের নামের পাশে রয়েছে মোট ৮ পয়েন্ট ।





পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে থাকলেও কোহলিদের বিপক্ষে আজকের ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিতে পারলেই তাদের সুযোগ রয়েছে সেরা চারে প্রবেশ করার।





কেননা টেবিলে চার এবং পাঁচ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের নামের পাশে রয়েছে সমান ১০ পয়েন্ট করে।