inCollage 20210928 123146881

সবাইকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ‘মোস্তাফিজ’

আইপিএলে রাজস্থান রয়্যালসের পাঞ্জাবের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর অধিনায়ক সঞ্জু স্যামসন টাইগার পেসার মোস্তাফিজকে নিয়ে বলেছিলেন, ডেথ ওভারে তার সবচেয়ে বড় ভরসা মোস্তাফিজ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কেন মোস্তাফিজ ডেথ ওভারে স্যামসনের ভরসা ছিলেন সেটা পরিসংখ্যানই বলে দেয়। কেননা সবশেষ দুই বছরে ডেথ ওভারে মোস্তাফিজই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

পরিসংখ্যান বলছে, সবশেষ ৩৩ মাসে টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৭.৯৫ ইকোনমিতে শিকার করেছেন ৬১ উইকেট। যা টি-টোয়েন্টিতে ৩৩ মাসে সর্বোচ্চ উইকেট। টাইগার কাটার মাস্টার এই রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন ক্রিস মরিস, ব্রাভোদের।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মোস্তাফিজের পর এই রেকর্ড দ্বিতীয়তে আছে তার রাজস্থান রয়্যালসের সতীর্থ ক্রিস মরিস। তার উইকেট সংখ্যা ৫৭। তৃতীয়তে ৫৫ উইকেট নিয়ে আছেন ডোয়াইন ব্রাভো।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চতুর্থতে আছেন ব্রাভোর সমান ৫৫ উইকেট শিকার করা ইংলিশ পেসার ক্রিস জর্ডান। পঞ্চম অবস্থানে আছেন ৫২ উইকেট নেওয়া কাগিসো রাবাদা।

২০১৯ সাল থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫ উইকেট শিকারী বোলার:-

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১. মুস্তাফিজুর রহমান – ৬১ উইকেট
২. ক্রিস মরিস – ৫৭ উইকেট
৩. ডোয়াইন ব্রাভো – ৫৫ উইকেট
৪. ক্রিস জর্ডান – ৫৫ – উইকেট
৫. কাগিসো রাবাদা – ৫২ উইকেট