
‘এ’ দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে হাঁটছে এইচপি দল। সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এইচপি দলের উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। তবে ৮১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।





জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে এইচপি দল। শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন।





শহিদুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন ৩ রান। তবে শুরুর ধাক্কা সামলে নেন তানজিদ হাসান তামিম ও মাহমুদুল হাসান জয়।
তামিম ও জয় গড়েন ১৩১ রানের জুটি। কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে জয় মাঠ ছাড়লে ভেঙে যায় এই জুটি।





ভারসাম্যহীন শট খেলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী হওয়ার আগে ৬২ বলে ৩৮ রান করেন জয়। ১৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় এইচপি দল।
জয় ফেরার পরে আর বেশিক্ষণ মেজাজ ধরে রাখতে পারেননি তামিম, ফলে সেঞ্চুরির আশা জাগালেও আর তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার।





মোসাদ্দেক হোসেন সৈকতের বলে উড়িয়ে মারতে গিয়ে ৩০ গজের ভেতরেই তাইজুল ইসলামের তালুবন্দী হন তামিম। ফেরেন ৯৩ বলে ৮১ রানের ঝলমলে ইনিংসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এইচপি দলের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান। ক্রিজে আছেন শাহাদাত হোসেন দীপু ও তৌহিদ হৃদয়।





‘এ’ দলের একাদশ : মুমিনুল হক (অধিনায়ক), ইমরুল কায়েস, নাজমুল হোসেন, ইরফান শুক্কুর, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম ও রুবেল হোসেন (সুপার-সাব)।





এইচপি একাদশ : আকরব আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।