বাদ পড়লেন আন্দ্রে রাসেল ফিরছেন সাকিব

hjytt

আইপিএলের প্রথম ম্যাচে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। আগামীকালের আইপিএল ম্যাচ কলকাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কলকাতার গুরুত্বপূর্ণ ক্রিকেটার আন্দ্রে রাসেল চোট পেয়েছিলেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ইনজুরিতে পড়া কারণে আগামী কালকের কলকাতার একাদশে অনিশ্চিত তিনি। তার পরিবর্তে কলকাতায় একাদশে ফিরছেন সাকিব আল হাসান। আইপিএলের এবারের আসরের প্রথম তিনটি ম্যাচ খেলেছিলেন সাকিব। কিন্তু এরপর আর কোন ম্যাচে দেখা যায়নি সাকিবকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত (অধিনায়ক এবং উইকেট কিপার) ললিত যাদব, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, আর আশ্বিন, কাগিসো রাবাদা, আনারিচ নর্টজে, আবেশ খান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কলকাতা নাইট রাইডার্সৈর সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, সাকিব আল হাসান, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেট কিপার), সুনীল নারাইন, লকি ফার্গুসন, প্রসিদ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

You May Also Like