
আইপিএলে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।





এদিন ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল তাদের সন্তানদের নিয়ে দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেন। ডি ভিলিয়ার্স ব্যাট হাতে নামার সময় তার পরিবারের সদস্যরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।





আগে ব্যাট করা ব্যাঙ্গালুরুর ইনিংসের ১৭তম ওভারে জসপ্রিত বুমরাহকে ছক্কা ও চার মারেন ডি ভিলিয়ার্স। এরপর বুমরাহর বলে ডি কককে ক্যাচ দিয়ে প্যাবিলিয়নের পথ ধরেন।





বাবা আউট হতেই জুনিয়র ভিলিয়ার্স ক্ষোভ প্রকাশ করতে গিয়ে চেয়ারে ঘুষি মারেন। ঘুষি মারতে গিয়ে আঘাতও পান।





ভিডিওতে দেখা যায়, বাবাকে আউট হতে দেখেই মেজাজ হারান জুনিয়র ভিলিয়ার্স। এরপর রেগেমেগে চেয়ারে ঘুষি মেরে বসেন। পরে ছেলেকে মেজাজ দেখাতে বারণ করেন ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল। ভিডওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Me after watching bhaubali
#RCBvsMI pic.twitter.com/Oe0QJb6XgS— ANMOL KAUR (@anmol_banga) September 26, 2021