
বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। চট্টগ্রামে বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।





মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে বাংলাদেশ এইচপি ক্রিকেট দলকে ৩৩৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ এ ক্রিকেট দল। দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট করেছিল বাংলাদেশ এ ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি ক্রিকেটে দল।





১১৬ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলী রাব্বি। ২০৪ বলের মোকাবেলায় করে কাঙ্ক্ষিত শতকের দেখা পান মিঠুন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
মিঠুন ২০৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকতে ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারানো ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ৩৭১ রান। জয়ের জন্য এইচপি দলের লক্ষ্য তাই ৩৬৬ রান।





বাংলাদেশ এ’ দল ১ম ইনিংস : ২৩১/১০ (৯১.৫ ওভার)
শান্ত ৭২, মুমিনুল ৬২, শহিদুল ৩৬, নাঈম ৩২, সাদমান ৬, মিঠুন ৫, সাইফ ২, ইয়াসির ০, শুক্কুর ০
মুরাদ ২৩.৫-৬-৫৫-৬, সুমন ১৪-৫-৩৬-২





বাংলাদেশ এইচপি দল ১ম ইনিংস : ২৩৭/১০ (৮২ ওভার)
পারভেজ ৪, তামিম ১১, জয় ৭৩, দিপু ০, আকবর ৫২, হৃদয় ৪৭, আনিসুল ৩৫
রকিবুল ২২-৭-৬০-৬, খালেদ ১৩-২-৪৬-২





বাংলাদেশ ‘এ’দল ২য় ইনিংস : ৩৭১/৬ (১০৮.২ ওভার)
মিঠুন ১০১*, ইয়াসির ৮৬, সাদমান ৪৯, শান্ত ৪৭, শুক্কুর ৩৭, মুমিনুল ৩০
তানভীর ২০-৩-৬৩-২, মুগ্ধ ১৭-৬-৩৪-২