মাঠে নামার আগে সাকিবদের নতুন বার্তা দিলেন শাহরুখ খান

আবারও শুরু হয়েছে আইপিএল। সব বাধা পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে আইপিএলের ২য় পর্ব। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন,সাকিব আল হাসান,মর্গ্যানরদের শক্তিকে আরও বাড়িয়ে তুললেন নাইটদের অন্যতম কর্ণধার শাহরুখ খান। দলের উদ্দেশে শাহরুখের বার্তা, ‘‘মনে রেখো তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

’ দলের কাছে এই বার্তা পৌঁছনোর পরে প্রত্যেকের মধ্যেই জেতার বাড়তি খিদে তৈরি হয়েছে। শাহরুখ নিজে দলের সঙ্গে আবু ধাবি থাকতে পারবেন না। তাঁর শুটিং চলছে। কিন্তু ভিডিয়ো কলের মাধ্যমে নাইট পরিবারের প্রত্যেককে আরও এক বার স্বাগত জানিয়েছেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শাহরুখের বার্তায় উদ্বুদ্ধ অধিনায়ক অইন মর্গ্যানও। ম্যাচের আগের দিন তাঁর বার্তাতেই যা স্পষ্ট হয়ে গিয়েছে। নাইটদের ওয়েবসাইটকে মর্গ্যান বলেছেন, ‘‘আমরা পিছন ফিরে তাকাতে চাই না। দলের প্রত্যেকে আগামী সাতটি ম্যাচে ভাল খেলার জন্য মরিয়া। সবার মধ্যে জেতার খিদে লক্ষ্য করতে পারছি। প্রথম দফার সাত ম্যাচের প্রভাব আর কারও মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।’’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মর্গ্যান মনে করেন, প্রথম দফার পরে চার মাসের এই বিশ্রাম প্রত্যেককে নতুন ভাবে অভিযান শুরু করতে সাহায্য করেছে। বলেছেন, ‘‘প্রায় চার মাস পরে দলের সঙ্গে ফিরে আসার পরে বুঝলাম, কারও মধ্যে হারের আতঙ্ক নেই। প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া। ম্যাচের ফল নিয়ে কেউ ভাবছে না। বরং কী ভাবে ভাল ক্রিকেট উপহার দেওয়া যায়, সেটাই মূল উদ্দেশ্য।’’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রথম দফার দলই প্রায় ধরে রেখেছে কেকেআর। কিন্তু পেস বিভাগে নেই তাদের সব চেয়ে বড় অস্ত্র প্যাট কামিন্স। সাড়ে পনেরো কোটির অস্ট্রেলীয় পেসারের পরিবর্তে যোগ দিয়েছেন টিম সাউদি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অধিনায়ক মর্গ্যান মনে করেন, সাউদির অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে নাইটরা। কিন্তু আরসিবির বিরুদ্ধে তিনি খেলবেন নাকি লকি ফার্গুসন, তা পরিষ্কার করে কিছু জানানো হয়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদির চেয়ে লকি অনেক বেশি কার্য়করী।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কিন্তু মর্গ্যান বলছিলেন, ‘‘আইপিএলে দীর্ঘদিন খেলেছে সাউদি। ওর অভিজ্ঞতা প্রত্যেক দলের কাছেই সম্পদ। তবে প্যাটের অভাব অনুভব করব। নতুন সন্তান এসেছে ওর পরিবারে। তার জন্য অনেক অভিনন্দন।’

You May Also Like