নিজের তৈরি আইপিএলের সেরা একাদশ তৈরি করলেন বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের একাদশে ওপেনার হিসেবে তিনি রেখেছেন আইপিএলের ৫ বার শিরোপা জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। এছাড়াও তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে ডেভিড ওয়ার্নারকে।





তিন নম্বরে তিনি রেখেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে। চার নম্বরে ব্যাট করবেন সুরেশ রায়না। অধিনায়ক এবং উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।





তবে ওপেনার হলেও লোকেশ রাহুলকে ৬ নম্বরে রেখেছেন সাকিব আল হাসান। সাত নম্বরে রয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস এবং ৮ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। একাদশে কোন অতিরিক্ত স্পিনার রাখেননি সাকিব আল হাসান। রয়েছেন তিনজন ফাস্ট বোলার। তারা হলেন লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ ও ভুবেনশ্বর কুমার।





একনজরে সাকিবের সেরা আইপিএল একাদশ : রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না , মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ ও ভুবেনশ্বর কুমার।