ঢাকা প্রিমিয়ার লিগে আগামী বছরের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। যার ধারাবাহিকতায় দলে বড় ধরনের পরিবর্তন আনছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী মৌসুমের জন্য এক ঝাঁক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে মোহামেডান।





ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটাররা। আগামী মৌসুমের প্রিমিয়ার লিগেও মোহামেডানেই থাকছেন এ দুজন। তাদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছেন মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজরা।





সেই অনুযায়ী রোববার রাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের উপস্থিতিতে মোহামেডান ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এ তারকা ক্রিকেটাররা।





এসময় উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক মাহবুব আনাম ও এজিএম বিকাশ। আইপিএল খেলতে দুবাই চলে যাওয়া সাকিব আল হাসান দেশে ফিরে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন।