আইপিএলের বাকি অংশে কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচের সময়সূচি

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাকি অংশ। এ পর্বে দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। একই দিনে পরের ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ইতিমধ্যেই আইপিএল খেলার জন্য ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।আইপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে তারা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টুর্ণামেন্টে এখনো তাদের বাকি রয়েছে সাতটি ম্যাচ। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আইপিএলের বাকি অংশে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের প্রতিটি ম্যাচের সময়সূচি

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এরপর ২৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা। ২৮ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালস। ১ অক্টোবর পাঞ্জাব কিংস। ৩ অক্টোবর সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং শেষ ম্যাচে ৭ অক্টোবর রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে কলকাতা।

You May Also Like