ব্রেকিং নিউজঃ বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলবেন নাইজেরিয়ান তারকা ফুটবলার

কোচ জেমি ডে আসার পর থেকে একের পর এক প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া হচ্ছে দল। তার ধারাবাহিকতায় দলে সুযোগ পাচ্ছে এলিটা কিংসলি। গোলের জন্য হাহাকার কমাতে এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করতে ডাক পেলেন এলিটা কিংসলি। প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক তালিকায় নাম উঠেছে বসুন্ধরা কিংসের হয়ে খেলা নাইজেরিয়ায় জন্ম নেওয়া এই তারকা ফরওয়ার্ডের।

যদিও বাংলাদেশি নাগরিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য এখনো ফিফার ছাড়পত্র পাননি কিংসলি। তবে দ্রুত সে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।

যে কারণে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে কিংসলিকে।

এলিটাকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম। তিনি বলেন, “সাফের জন্য যে ৩৫ জনের তালিকা পাঠানো হয়েছে, সেখানে কিংসলির নাম আছে। আমরা তাঁর নাম জমা দিয়ে রেখেছি, যেন ফিফার ছাড়পত্র পেলে আর কোচের প্রয়োজন হলে তাঁকে নিতে পারেন। এই সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”

১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের।

You May Also Like