ক্রিকেটের মাঠে খেলা চলার সময় পশুপাখি ঢুকে পড়া নতুন কিছু নয়। এমন ঘটনা অনেক দেখা গেছে। অল-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি কাপের সেমিফাইনালে এবার ঘটলো উদ্ভূত ঘটনা। তা হলো মাঠে ঢুকে পড়ে একটি কুকুর।





ওই ঘটনার ভিডিওটি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের টুইটারে শেয়ার করা হয়েছে। এর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।





ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কুকুরটি শুধু মাঠে ঢুকেই ক্ষান্ত হয়নি, সে বলটি কামড়ে ধরে মাঠের মধ্যে খানিকক্ষণ দৌড়ে বেড়িয়েছে। যেন বলটি সে কাউকে দিতে চায় না। আর তাকে তাড়া করছেন তিনজন খেলোয়াড়। তবে শেষপর্যন্ত তাদের ক্ষান্ত দিতে হয়েছে। কেউ ধরতে পারেননি কুকুরটিকে। পরে কুকুরটি একজন ব্যাটারের কাছে গিয়ে বলটি দিয়ে দেয়। খেলার নবম ওভারের চতুর্থ বলের সময় ঘটেছে এই ঘটনা।





কুকুরটি দৌড়ে ব্যাটারের কাছে। ব্যাটার আদর করে কাছে ডেকে নিয়ে কুকুরটির মুখ থেকে বল নিয়ে তুলে নেন। এবং বোলারের হাতে দেন।
দেখুন ভিডিওটি:-
It's really important to always be backing up in the field…
Even if you're a dog 🐶
(via @IrishWomensCric)pic.twitter.com/ukis3080wG
— 7Cricket (@7Cricket) September 12, 2021
The undoubted star of the day yesterday. #Dazzle https://t.co/aBP7KExH2V
— Ireland Women’s Cricket (@IrishWomensCric) September 12, 2021