ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামছে কলকাতা, দেখে নিন একাদশ

অবশেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। আগামী ১৯ সেপটেম্বর চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্য দিয়ে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশ।মাঠে ফিরবে সাকিব আল হাসানের দলও, তবে একদিন পর। ২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে নামবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দীর্ঘদিন পর ফেরা এই আইপিএলের একাদশে ফিরতে পারেন সাকিব আল হাসান। দলের হয়ে এবার মাঠে ফেরার সম্ভবনা রয়েছে তার। সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। হয়েছেন টিটুয়েন্টি ক্রিকেটে ২য় সর্বোচ্চ উইকেট শিকারি। বিশ্বকাপে সুযোগ আছে মালিঙ্গা কে ছাড়িয়ে এক নাম্বারে ওঠার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অজিদের হারানোর জন্য বড় অবদান রেখে হয়েছেন সিরিজ সেরা। তাই এবার একাদশে জায়গা পাওয়া তেমন কঠিন হবে না তার জন্য। কলকাতা তাদের ওপেনিং এর জন্য প্রাধান্য দেয় ঘরোয়া ক্রিকেটারদের। রাহুল ত্রিপাতি ও সুবমান গিল হচ্ছেন দলের ওপেনার। ৩ নাম্বারে থাকবে নিতিশ রানা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অধিনায়ক ইয়ন মার্গান ব্যাট করবেন ৪ নাম্বারে। নির্ভরযোগ্য উইকেট কিপার দীনেশ কার্তিক নামতে পারেন অধিনায়কের পর।আন্দ্রে রাসেলের অবস্থান হতে পারে ৬ নাম্বারে এবং সাকিব আল হাসান খেলবে ৭ নাম্বারে। যদি প্যাট কামিন্স না আসেন , তবে সম্ভবনা আছে লোকি ফার্গুসেনের কলকাতার মূল পেসারের ভুমিকা পালন করার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাকি ৩ বোলার হতে পারে বরুন চক্রবর্তী, সিবম মাভি ও প্রসিদ কৃষ্ণা।উল্লেখ্য স্থগিত হওয়া আইপিএলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি ও ৭ম স্থানে থাকা কলকাতার পয়েন্ট ৭ ম্যাচে মাত্র ৪। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ –

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

রাহুল ত্রিপাতি, সুবমান গিল, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, লোকি ফার্গুসেন, বরুন চক্রবর্তী, প্রসীদ কৃষ্ণা ও সিবম মাভি।

You May Also Like